Posts

Showing posts from September, 2024
Image
 গল্পের নাম: **ঘরের জন্য বিরোধ ** সু ফলপুর গ্রামটি শান্তিপূর্ণ এবং ছোট হলেও মাঝে মাঝে সেখানে বড় ঝগড়া বাঁধে। বিশেষ করে সম্পত্তি নিয়ে। এই গ্রামে ছিল এক মধ্যবিত্ত পরিবার—রশিদ মিয়ার পরিবার। রশিদ মিয়ার দুই ছেলে—কামাল আর জামাল। রশিদ মিয়া জীবনের শেষ বয়সে এসে একটি নতুন ঘর বানানোর জন্য জায়গা কিনেছিলেন, যেখানে তিনি ছেলেদের জন্য আলাদা আলাদা ঘর বানিয়ে দিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর সেই ঘরকে কেন্দ্র করে শুরু হলো এক বিশাল ঝগড়া। রশিদ মিয়া মারা যাওয়ার পর ঘরটির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তিক্ততা দেখা দেয়। রশিদ মিয়ার মৃত্যুর সময় ঘরটি পুরোপুরি নির্মিত হয়নি, এবং কোনো দলিল বা লিখিত উইলও তিনি রেখে যাননি। ফলে, দুই ভাই নিজেদের ইচ্ছামতো ঘরের দখল নিতে চায়। একদিন কামাল এসে ঘরটির সামনের অংশে নিজের তালা লাগিয়ে দিল, যেন সে দাবি করতে পারে যে ঘরটি তার। জামাল বিষয়টি দেখে অত্যন্ত রেগে গেল। সে চিৎকার করে কামালকে বলল, "তুই কি মনে করিস ঘরটা তোর একার? আমি কোনোভাবেই তোকে পুরোটা দখল করতে দেব না।" কামাল রেগে গিয়ে বলল, "আমি বড় ভাই, সুতরাং আমার অধিকার বেশি। তুই যেখানে খুশি গিয়ে থাক, এই ঘরটা আমি ন...